ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি হাসপাতালে রকেট হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির বিদ্রোহী গোষ্ঠী এ রকেট হামলা চালায়। সিরিয়ার সরকার জানিয়েছে, এ ঘটনায় ১৪ জন নিহত হয়েছে এবং আরো একজন আহত হয়েছে। বাশার-আল আসাদ বাহিনী রেডক্রস পরিচালিত মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স হাসপাতালে হামলা করার একদিনের মধ্যেই আলেপ্পোর আল-দাবেত হাসপাতালে এই রকেট হামলা হয়েছে। গত দুসপ্তাহে এনিয়ে ষষ্ঠবারের মতো হাসপাতালে হামলার ঘটনা ঘটলো। এর ফলে প্রায় ২৫০ মানুষ নিহত হয়েছে এবং সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাতের ফলে দিন দিন এ ধরনের হামলার সংখ্যা বেড়েই চলছে। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন