শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবী সফরে এসেছিল এলিয়েন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

এলিয়েন বা ভিন্ন গ্রহের আগন্তুকদের নিয়ে রহস্যের শেষ নেই। এই রহস্যকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে একের পর এক সায়েন্স ফিকশন ছবি। রচিত হচ্ছে অনেক কল্পকাহিনী। তবু একটি প্রশ্ন থেকেই যায়- আসলেই কি এলিয়েন আছে? তাদের সঙ্গে পৃথিবীর মানুষ যোগাযোগ স্থাপনের জন্য বহু দিন আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনও এলিয়েনের সাক্ষাত মেলেনি। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিশেষজ্ঞরা দাবি করছেন, এরই মধ্যে এলিয়েনরা পৃথিবী সফরে এসে থাকতে পারে। তারা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান। এমনটা বলেছেন নাসার ইন্টেলিজেন্ট সিস্টেমস ডিভিশনে কাজ করা সিলভানো পি. কলম্বানো। তিনি বলেছেন, হয়তো এরই মধ্যে এলিয়েনরা পৃথিবীতে এসেছে। কিন্তু আমরা তাদেরকে মিস করেছি। এর কারণ হতে পারে বর্তমানে কার্বনভিত্তিক যে মানবজীবন তার থেকে তাদের জীবনধারা আলাদা। কলম্বানোর বিশ্বাস বহির্জাগতিক প্রাণের বিষয়ে বর্তমানে যেসব চিন্তাভাবনা, গবেষণা আছে তাতে সংশয়ের জায়গাটা সঙ্কীর্ণ হয়ে এসেছে অনেকটা। কলম্বানো তার এ গবেষণার কথা লিখেছেন এক নিবন্ধে। তা মার্চে উপস্থাপন করা হয় ‘ডিকোডিং এলিয়েন ইন্টেলিজেন্স ওয়ার্কশপ’-এ। তার বিশ্বাস এলিয়েনরা এমন প্রযুুক্তি ব্যবহার করে যা, মানবীয় প্রযুক্তির চেয়ে উন্নত। মহাজাগতিক সফরে তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন