পরিচারক রিডলি স্কট তার স্পেস হরর ফিল্ম সিরিজ ‘এলিয়েন’-এর আরেক পর্বের কথা জানিয়েছেন ফর্বস সাময়িকীকে। সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন সাম্প্রতিক দুটি পর্বের মত এটি প্রিকুয়েল ধারার হবে না। সিরিজের সর্বশেষ দুটি ফিল্ম যথাক্রমে ২০১২’র ‘প্রমিথিউস’ এবং ২০১৭’র ‘এলিয়েন : কোভেন্যান্ট’। “আমরা ‘প্রমিথিউস’ আর ‘এলিয়েন : কোভেন্যান্ট’-এর চাকা ঘুরিয়েছি। আমরা ফিরে গেছি তা বলাটা ঠিক হবে না। তবে সবার একই প্রশ্ন, ‘সেই এলিয়েন সেই যে মুখে লেপটে যায় আর বুক ফেটে বেরিয়ে আসত তার আবেদন কি শেষ হয়ে গেছে? আমরা কি আবার ভাবতে পারি? আমরা কি শুধু ফ্র্যাঞ্চাইজ শব্দটিই ব্যবহার করতে পারি না?’ এটাই মৌলিক কথা,” স্কট বলেন। নির্মাণ শুরুর কোনও তারিখ, চিত্রনাট্য সম্পর্কে জানা যায়নি। জুনে প্রকাশ করা হয়েছিল দুজন প্রযোজক একটি চিত্রনাট্য নিয়ে কাজ করছে যাতে এলেন রিপ্লি (সিগর্নি উইভার) চরিত্রটি আছে। তবে সেসময় উইভার জানিয়েছিলেন রিপ্লিকে বিশ্রাম নিতে দেয়ে উচিত। স্কটের পরিচালনায় সিরিজের প্রথম ফিল্ম ‘এলিয়েন’ ১৯৭৯ তে মুক্তি পায়, তবে পরের তিনটি সিকুয়েল ১৯৮৬’র ‘এলিয়েন্স’ ১৯৯২’র ‘এলিয়েন থ্রি’ এবং ১৯৯৭’র ‘এলিয়েন রেজারেকশন’ তিনি পরিচালনা করেননি। ৩০ বছর পর তিনি দুটি প্রিকুয়েল নিয়ে সিরিজে ফেরেন। তিনি এইচবিও ম্যাক্সের ‘রেইজড বাই উল্ভস’-এর দুটি পর্ব পরিচালনা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন