শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টেলিভিশন নাট্যকার সংঘের প্রশান্তি সফর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

সম্প্রতি টেলিভিশন নাট্যকারদের সংগঠন ‘টেলিভিশন নাট্যকার সংঘ’ এক প্রশান্তি সফরের আয়োজন করে। সাভারের পল্লী বিদ্যুত কেন্দ্রে অবস্থিত হাবিব গার্ডেন অ্যান্ড কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়। আয়োজনে সংগঠনটির দুইশতাধিক সদস্য ও তাদের পরিবারবর্গ, টেলিভিশন মিডিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন টিভি চ্যানেলের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। প্রশান্তি সফরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল নানা ধরণের খেলাধূলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র। ছিল ফ্রি মেডিকেল চেকআপের সুবিধা। আয়োজনে খ্যাতিমান নাট্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব মামুনুর রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস, আজিজুল হাকিম, দেওয়ান শামসুর রাকিব, এজাজ মুন্না, অরণ্য আনোয়ার, মনোয়ার হোসেন পাঠান, জিনাত হাকিম, উদয় হাকিম, এসএ হক অলিক, অনন্ত হিরা, ফরিদুল হাসান, কামরুজ্জামান সাগরসহ নাট্যাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। নাট্যকার সংঘের পক্ষ থেকে সংঘের সভাপতি হারুনুর রশিদের উপস্থিতিতে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয় নাট্যকার-অভিনেতা আবুল হায়াত ও নাট্যকার ড. মইনুল খানকে। আয়োজনের প্রধান সমম্বয়ক ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ স¤পাদক আহসান আলমগীর। আয়োজক কমিটির আহবায়ক ছিলেন আজম খান ও সদস্য সচিব পারভেজ ইমাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন