স্টাফ রিপোর্টার : পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় বাংলাদেশী নাগরিকদের বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে আজমত মঈন নামের এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়া। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ব্যবসায়ী আজমত মঈন রাইস্টার প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক ও শেয়ারহোল্ডার। কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আদৌ আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া না গেলেও দুদক স্বতঃপ্রণোদিত হয়ে এ পদক্ষেপ নিয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে কোনো কোনো বাংলাদেশী নাগরিকের নাম এসেছে মর্মে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত ৭ এপ্রিল দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করে দুদক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন