শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জাল নোট তৈরির দায়ে ফাঁসির আদেশ

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীতে জাল নোট তৈরির দায়ে এম এ বাদশা ঢালী নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম আসামীর উপস্থিতিতে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫এর (ক) (খ) ধারায় এ রায় প্রদান করেন। মৃত্যুদ-প্রাপ্ত বাদশা ঢালী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগের মৃত ওয়াহেদুন্নবীর ছেলে।
মামলার বিবরণে দিয়ে আদালতের অতিরিক্ত সরকারি কৌশুলী আজিজুল ইসলাম প্রামানিক জানান, ২০১৪ সালের ২৭ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ সৈয়দপুর  শহরের ইসলাম বাগ এলাকার একটি ভাড়া বাড়ি থেকে জাল নোট তৈরীর সময় এম.এ বাদশা ঢালীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ছয়টি ৫শত টাকার জাল নোট এবং জাল নোট তৈরীর সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরের দিন সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান।
মামলার দীর্ঘ শুনানি শেষে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে মৃত্যুদ- প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন