সুদানে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় অন্তত সাত সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। গত রোববার পূর্বাঞ্চলীয় কাদারিফ প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসইউএনএ এ কথা জানিয়েছে। বার্তা সংস্থা এসইউএনএ জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাদারিফ প্রদেশের গভর্নর ও তিন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। তারা প্রদেশের নিরাপত্তা সফরে যাচ্ছিলেন। এদিকে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি। সূত্র : আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন