নরওয়েতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছে। উদ্ধারকারীরা জানিয়েছে, ওই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই হেলিকপ্টারটি দেশটির উত্তরাঞ্চলে আল্টার কাছাকাছি হোস্টস্প্রেলে একটি মিউজিক ফেস্টিভ্যালে যাচ্ছিল।
খবরে বলা হয়েছে, এয়ারবাস এএস৩৫০ মডেলের ওই হেলিকপ্টারে পাঁচজন যাত্রী ও একজন পাইলট ছিলেন। নরওয়ের হেলিট্রান্স ওই হেলিকপ্টারটি পরিচালনা করে থাকে।
শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নরওয়ের উদ্ধারকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তারা ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠিয়েছে। সেখানে আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।
জান এস্কিল সেভেরিনসেন নামের একজন উদ্ধারকর্মী স্থানীয় টিভিটু’কে বলেছেন, এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন এবং একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন