গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে ব্যাংকগুলোকে উপজেলা পর্যায়ে শাখা বাড়াতে হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবায় দেশের গ্রামীণ জনগোষ্ঠীকে আরও বেশি সম্পৃক্ত করতে হবে। এরই অংশ হিসেবে ব্যাংকিং সেবায় পিছিয়ে থাকা বরিশালের আগৈলঝাড়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) শাখা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে এসব এলাকার মানুষকে এখন আর ভোগান্তি পোহাতে হবে না। এখানকার মানুষেরা হাতের নাগালেই ব্যাংকিং সেবা পাবেন। ৩৫ কিলোমিটার পারি দিয়ে বরিশালে গিয়ে ব্যাংক লেনদেন করতে হবে না।
গতকাল বরিশালের আগৈলঝাড়ায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসি) ৬৪তম শাখার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ। তিনি জানান, প্রযুক্তিগত সকল সুযোগ সুবিধা নিয়েই আজ থেকে এই শাখার কার্যক্রম চালু হলো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন