কর্পোরেট রিপোর্টার : রাজস্ব আদায় বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে। মার্চের তুলনায় এপ্রিল মাসে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ১ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ২৮৮ টাকা। ডিএসই সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ডিএসই থেকে মোট রাজস্ব আদায় হয়েছে ১২ কোটি ১৫৩ লাখ ৩৬ হাজার টাকা। আর গত মার্চ মাসে এর পরিমাণ ছিল ১০ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা। ফলে এক মাসের ব্যবধানে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ১ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকা। শেয়ারবাজারের আদায়কৃত রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়। এগুলো হচ্ছে ডিএসইর সদস্য বা ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি থেকে সংগৃহীত। গত এপ্রিল মাসে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৫০ লাখ ৪৭ হাজার ৪৩২ টাকা। আর গত মার্চে এর পরিমাণ ছিল ৭ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ৬৭৫ টাকা। এক মাসের ব্যবধানে সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় বেড়েছে ৪৯ লাখ ২৫ হাজার ২৪৩ টাকা।
একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব ৫ কোটি ২ লাখ ৮৮ হাজার ৬৯৩ টাকা। গত মার্চ মাসে এই পরিমাণ ছিল ৩ কোটি ৮৪ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকা। সুতরাং এই খাতে এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৪৫ টাকা। আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ধারা-৫৩-এর আওতায় ডিএসই ২০১৫-১৬ হিসাব বছরের এপ্রিল মাসে ডিএসই থেকে এই রাজস্ব আদায় হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন