মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নতুন স্কেলে ৮ মাসের বকেয়া বেতন পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী আট মাসের বকেয়া বেতন পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক সরকারি আদেশ জারি করা হয়। সরকারি ওই আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতনের সাথে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী জুলাই ২০১৫ থেকে ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত ৮ মাসের বকেয়া বেতন পাবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২ হাজার ৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশ্লিষ্ট ব্যাংকসমূহের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীরা নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন। নতুন জাতীয় বেতন স্কেল গত বছরের জুলাই  মাস থেকে কার্যকর হলেও গত ডিসেম্বরে এর আদেশ জারি হয়। এরপর ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে সরকারি চাকরিজীবীরা নতুন স্কেলে বেতন পেলেও এমপিওভুক্তরা তা পান মার্চ থেকে। কিন্তু মার্চের বেতন নতুন স্কেলে দেয়া হলেও তখন বকেয়া দেয়া হয়নি। এখন একসঙ্গে আট মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন