শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নাস্তিক-মুরতাদদের আস্ফালন বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : হেফাজত

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সাড়া জাগানো অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের ৫ মে (২০১৩) ঢাকা অবরোধ-পরবর্তী শাপলা চত্বরে গভীর রাতে জিকির ও তাহাজ্জুদ নামাজ পড়া অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের নামে বর্বরোচিত হত্যাকা-ে শহিদদের মর্তবা বৃদ্ধি, পঙ্গু, আহত ও গুলিবিদ্ধ আলেম-হাফেজ ও নবীপ্রেমিক তৌহিদি জনতার সুস্থতা কামনা করে গতকাল (বৃহস্পতিবার) সারা দেশে হেফাজতে ইসলামের উদ্যোগে খতমে কোরআন, দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হেফাজত নেতাকর্মী, আলেম-ওলামা ও আশেকে রাসূলগণ মহান আল্লাহ ও প্রিয় নবীজি (সা.)-এর শান-মান-মর্যাদা রক্ষা এবং কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়নের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং শহিদদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় শপথ নিয়ে মহান আল্লাহর দরবারে ধৈর্য-শক্তি-সাহস কামনা করে বাদ জোহর দারুল উলুম হাটহাজারীতে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। হেফাজত নেতৃবৃন্দ এবং ওলামা মাশায়েখ ১৩ দফা দাবি আদায়ের ঈমানি আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর অঙ্গিকার ব্যক্ত করে বলেন, ইসলামবিদ্বেষী নাস্তিক-মুরতাদদের আস্ফালন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ঈমানি আন্দোলন বন্ধ করা যাবেনা।
হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, বিগত ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের শহিদদের স্মরণে বিভিন্ন জায়গায় দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী মাদ্রাসায় দোয়া-মাহফিলে আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী দোয়া পরিচালনা করেন। খুলনা জামেয়া মারকাজুল উলুম মাদ্রাসায় আয়োজিত খতমে বোখারি ও দোয়া মাহফিলে প্রধান অথিতি ছিলেন, মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মুফতি গোলাম রহমান এতে সভাপতিত্ব করেন। বাদ আসর চট্টগ্রাম আন্দরকিল্লায় মাওলানা আবু তাহের আরবীর সভাপতিত্বে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাওলানা ইলিয়াস ওসমানী, মাওলানা শেখ মোহাম্মদ তাহের উপস্থিত ছিলেন। মাওলানা মঈনুদ্দিন রুহির সভাপতিত্বে বহদ্দারহাট মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মাওলানা মুজাম্মেল হক, হাফেজ ফায়সাল, আনম আহমদুল্লাহ, মাওলানা ইউনুস, মাওলানা উসমান কাসেমী, মাওলানা জুনাইদ উপস্থিত ছিলেন। তালিমুল কোরআন কমেপ্লেক্সের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া-মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব, উপস্থিত ছিলেন মাওলানা ইমরান, মাওলানা খন্দকার হামিদুল্লাহ, মাওলানা নিজামুদ্দিন। মাওলানা কারী ফজলুল করিম জিহাদীর সভাপতিত্বে হালিশহর হেফাজতে ইসলামের উদ্যোগে এক দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীর চাক্তাই মাআ’জ বিন জাবেল একাডেমীতে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। পশ্চিম পটিয়া হেফাজতের উদ্যোগে মাওলানা হাফেজ মাহবুবুর রহমান হানিফের সভাপতিত্বে আলোচনাসভা ও দোয়া-মাহফিল স্থানীয় আশরাফুল উলূম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এদিকে আনোয়ারা হেফাজতে ইসলামের উদ্যোগে হাইলধর মাদ্রসায় মাওলানা জিয়াউল হোসাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন