শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

থাইল্যান্ডে ধান চাষীদের জীবনধারা বদলে যাচ্ছে মক্কায় গুলিতে সউদী পুলিশ নিহত

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদী আরবের মক্কা অঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। একই এলাকায় একটি অভিযানে ৪ সন্দেহভাজন জিহাদি নিহত হওয়ার পর তাকে হত্যা করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম কর্পোরাল খালাফ আল-হারিথি। বৃহস্পতিবার সন্ধ্যায় সউদী আরবের পশ্চিমাঞ্চলের একটি থানায় কর্তব্যরত অবস্থায় অজ্ঞাত হামলাকারীর গুলিতে তিনি নিহত হন। এই ঘটনায় একটি তদন্ত চলছে।
মন্ত্রণালয় আরো জানায়, এই ঘটনার কয়েক ঘন্টা আগে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে গুলি বিনিময়কালে দুই ‘সন্ত্রাসী’ নিহত হয়। পবিত্র নগরী মক্কা ও পার্বত্য এলাকা তায়েফের মধ্যবর্তী স্থানে সন্ত্রাসীদের আস্তানায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। বিবৃতিতে আরো বলা হয়, শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে আরো দুজন সন্দেহভাজন আত্মহত্যা করে। একই সময়ে লোহিত সাগরের তীরবর্তী নগরী জেদ্দায় জিহাদিদের এক আস্তায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন