ইনকিলাব ডেস্ক : বিগত ১০০ বছরের মধ্যে আবিষ্কৃত ‘হিরে নক্ষত্র’দের মতো এইটিই সব থেকে বড় এবং সব থেকে দামী। আকারে ১,১৯০ ক্যারেট। আনুমানিক দাম হতে পারে ৭ কোটি টাকা কিংবা তারও বেশি।
আগামী মাসেই লন্ডনে নিলাম হতে চলেছে এই হিরের। ২৯ জুন গোটা বিশ্ব জানতে পারবে এই হিরের মালিক হবেন কে! হিরের নামকরণ করা হয়েছে ‘আওয়ার লাইট’।
একটি টেনিস বলের সাইজে আবিষ্কৃত এই হিরে বহু প্রাচীন বলেই দাবি করা হচ্ছে। অবশ্য এর আগে ১৯০৫ সালে এই হিরের দ্বিগুণ মাপের একটি হিরে আবিষ্কার করা হয়েছিল, যা ছিল ৩০০০ ক্যারেটের। সূত্র : জি নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন