শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বার্নিকাটের এক বছর তারুণ্যে দারুণ উৎসাহিত

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা ঃ ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার এক বছর পূর্ণ করলেন মার্শা ব্লুম বার্নিকাট। গত সোমবার ছিল তাঁর যোগদানের বর্ষপূর্তি। এ উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিওবার্তা দিয়েছেন বার্নিকাট। তিনি বলেছেন, এ দেশের তরুণদের কাছ থেকে আমি দারুণ উৎসাহ পেয়েছি। তারা উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলছে।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পাতায় ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এতে তিনি সংক্ষেপে নিজের এক বছরের কর্মকা-ের উল্লেখ করেছেন।
ভিডিওর শুরুতেই তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ। আসসালামু আলাইকুম। নমস্কার। আশা করি সবাই ভালো আছেন।’ তারও আগে দেখা যায় তিনি একটি কেক কাটছেন এবং ক্রিকেট ব্যাটে শ্যাডো ড্রাইভ করছেন।
বার্নিকাট বলেন, ‘বাংলাদেশে আসার পর আমার ক্রিকেট খেলার সুযোগ হয়েছে।’ ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন, ‘টাইগাররা এগিয়ে যাও।’
ভিডিওতে তিনি দুই দেশের সম্পর্ক উন্নয়নের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরেন। যেমন, শিশুদের জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুরে যাওয়া। তিনি বলেন, ‘আমি পয়লা ফাল্গুন ও নববর্ষ উদযাপন করেছি। প্রথমবারের মতো পান্তা ভাত খেয়েছি। বাংলাদেশের বিজয় দিবসে বাংলা কবিতা আবৃত্তি করেছি। উপভোগ করেছি কিংবদন্তি সমুদ্রসৈকত কক্সবাজার।’
বার্নিকাট বলেন, ‘বাংলাদেশের কঠোর পরিশ্রমী মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার। যারা সত্যিকার অর্থেই আমার হৃদয় ছুঁয়েছে।’ দ্বিতীয় বছরে বাংলাদেশের আরো নতুন নতুন জায়গায় যেতে চান জানিয়ে বার্নিকাট বলেন, ‘আমি আপনাদের আরো কাছে পৌঁছাতে চাই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন