আট) আম্মানের বাদশাহর নামে-
আমি : তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর বিশ্বাস স্থাপনের আগেই ইন্তেকাল করেছেন। আমার খুবই আফসোস হচ্ছে, যদি তিনি ইসলাম গ্রহণ এবং আল্লাহর রসূলের ওপর বিশ্বাস স্থাপন করতেন, কি যে ভালো হতো। আমি নিজেও অবিশ্বাসী ছিলাম। কিন্তু আল্লাহ রব্বুল আলামীন আমাকে ইসলামের হেদায়েত দিয়েছেন।
আবদ : আপনি কবে থেকে তাঁর অনুসরণ শুরু করেছেন?
আমি : বেশিদিন হয়নি।
আবদ : আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন?
আমি : নাজ্জাশীর সামনে। নাজ্জাশীও মুসলমান হয়েছিলেন।
আবদ : তার স্বজাতীয়দের ইসলাম গ্রহণের পর তার বাদশাহীর কি করেছে?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন