শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আ’লীগের প্রার্থী ঘোষণা

প্রকাশের সময় : ৮ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে শেষ ও ৬ষ্ঠ ধাপের ৭২৬টি চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ তালিকা ঘোষণা করেন। এর আগে দলের সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই তালিকা ঘোষণা করা হয়।
ঢাকা বিভাগে যারা নৌকা প্রতীক পেলেন-
জেলা : টাংগাইল, উপজেলা: টাংগাইল সদর
টাংগাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা। এছাড়া, সদরের মগড়ায় মো.আজাহারুল ইসলাম, গালায় রাজকুমার সরকার, ঘারিন্দায় মো. রুহুল আমীন খান, করটিয়ায় মো. খালেকুজ্জামান চৌধুরী, ছিলিমপুরে মো. হাসমত আলী, পোড়াবাড়ীতে মো. ফজলুজ্জামান রশীদ, কাকুয়ায় মো. বদিউজ্জামান ফারুক, কাতুলীতে মো. ইকবাল হোসেন, মাহমুদনগরে মো. গোলাম সরোয়ার জাহান, বাঘিলে এস এম মতিয়ার রহমান ও দাইন্যায় মো. আফজাল হোসেন নৌকা প্রতীক পেয়েছেন। কালিহাতী উপজেলার দুর্গাপুরে এসএম আনোয়ার হোসেন, গোহালিয়াবাড়িতে মো. হযরত আলী তালুকদার, সল্লায় মো. আ. আলীম, দশকিয়ায় এমএ মালেক ভুইয়া, নারান্দিয়া শুকুর মামুদ, সহদেবপুরে মো. মোখলেছুর রহমান খান, পাইকড়ায় মো. আজাদ হোসেন, বল্লায় চান মাহমুদ, কোকডহরায় মো. আখতারুজ্জামান, বীরবাসিন্দায় মো. ছোহরাব আলী, পারখীতে মো. আজিজুর রহমান তালুকদার, নাগবাড়ীতে বেলায়েত হোসেন সিদ্দিকী দলীয় মনোনয়ন পেয়েছেন।
ঘাটাইল উপজেলায় দেউলাবাড়ীতে মো. কায়সার রহমান খান, ঘাটাইলে মো. হায়দর আলী, জামুরিয়ায় শহিদুল ইসলাম খান, লোকেরপাড়ায় শরিফ হোসেন, আনাহোলায় তালুকদার মো. শাহজাহান, দিঘলকান্দিতে রেজাউল করিম, দিগড়ে ইসমাইল হোসেন, দেওপাড়ায় মো. আব্দুর রাজ্জাক নৌকা প্রতীক পেয়েছেন। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুণধর ইউপিতে আ. হাননান ভূইয়া বাবুল, জয়কায় ওয়াহিদুজ্জামান, নোয়াবাদে আশরাফ উদ্দিন, বারঘড়িয়ায় কামরুল আহসান, সুতার পাড়ায় কামাল হোসেন, নিয়ামতপুরে মখদুম কবীর তন্ময়, দেহুন্দা মো. কামরুজ্জামান, কিরাটনে ইবাদুর রহমান শামীম, জাফরাবাদে আবুল কালাম, কাদিরজঙ্গলে মাহ্বুব উল আলম, গুজাদিয়ায় সাফি উদ্দিন ভূঁঞা, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউপিতে মো. সেলিম খান, রাউতিতে মো. ইকবাল হোসেন (তারিক), ধলায় মো. আফরোজ আলম (ঝিনুক), জাওয়ারে মো. জিয়াউর রহমান, দামিহায় এ কে মাইনুজ্জামান নবাব, দিগদাইড়ে গোলাপ হোসেন ভূঞা, সাচাইলে মো. কামরুজ্জামান, ইটনা উপজেলার রায়টুটী ইউপিতে ফয়ছুল কবীর মনোয়ার হুসেন মিলকী, ধনপুরে প্রদীপ কুমার দাস, মৃগায় মো. মিজানুর রহমান, ইটনায় মো. ওমর ফারুক, বাদলায় মো. গণি ভূঞা, বড়িবাড়ীতে নাজমুল আলম (ধন মিয়া), এলংজুরীতে আব্দুল কুদ্দুস, জয়সিদ্ধিতে মো. নুরু মিয়া, চৌগাংগায় আ. হাফিজ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউপিতে সরকার শামীম আহাম্মদ, চরফরাদীতে আ. মান্নান, এগারসিন্দুরে নুরুজ্জামান মিয়া, বরুদিয়ায় মোস্তফা কামাল আকন্দ, পাটুয়াভঙ্গায় মো. শাহাব উদ্দিন, নারান্দীতে মো. শফিকুল ইসলাম, হোসেন্দিতে মো. রফিকুল হক, সুখিয়ায় মো. আ. হামিদ, চ-িপাশায় মো. মঈন উদ্দিন, হোসেনপুর উপজেলার জিনারী ইউপিতে মো. আ. ছালাম, সিদলায় মো. কামরুজ্জামান কাঞ্চন, গোবিন্দপুরে মো. সাইদুর রহমান, আড়াইবাড়ীয়ায় আহমদুল হাকিম জাহিদ, শাহেদলে শাহ্্ মাহবুবুল হক, পুমদীতে মো. জহিরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
ঢাকা জেলার সাভার উপজেলা আমিনবাজার ইউনিয়নে আনোয়ার হোসেন, বিরুলিয়ায় মো. সেলিম মন্ডল, শিমুলিয়ায় বিএম আজাহারুল ইসলাম সুরুজ, ধামসোনায় মুহা. সাইফুল ইসলাম, বনগাঁওয়ে সাইফুল ইসলাম, আশুলিয়ায় মো. শাহাব উদ্দিন, পাথালিয়ায় মো. পারভেজ দেওয়ান, সাভার ইউপিতে মো. সোহেল রানা, ইয়ারপুরে সৈয়দ আহম্মদ ভূইয়া, তেঁতুলজোড়ায় মো. ফখরুল আলম সমর, কাউন্দিয়ায় সাইফুল আলম খান, ভাকুর্তায় আনোয়ার হোসেন, কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউপিতে সালাহ উদ্দীন লিটন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউপিতে সামসুন নাহার (এমলি), গোতাশিয়া আ. কাদির, দৌলতপুরে মো. হাদিউল ইসলাম, বড়চাপায় অধ্যাপক এম সুলতান উদ্দিন, লেবুতলায় মো. জাকির হোসেন আকন্দ, শুকুন্দিতে ছাদিকুর রহমান শামিম, চালাকচওে মো. ফখরুল মান্নান, একদুয়ারিয়া মো. আনিসুজ্জামান মিটুল, চন্দনবাড়ীতে আব্দুর রউফ হিরন, পলাশ উপজেলার চর সিন্দুর ইউপিতে মোফাজ্জল হোসেন (রতন), জিনারদীতে কামরুল ইসলাম গাজী নৌকা প্রতীক পেয়েছেন।
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলীতে মো. রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়ায় মো. জাহাঙ্গীর আলম, বন্দর ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, ধামগড়ে মো. মাসসুম আহম্মেদ, মুছাপুরে আ. কাদির ডিলার, মদনপুরে মো. সালাম মিয়া মনোনয়ন পেয়েছেন।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার চরযশোহরদীতে মো. কামরুজ্জামান, পুরাপাড়ায় আ. মান্নান ফকির, কাইচাইলে মো. মোস্তফা খান, কোদালিয়া শহীদনগরে মো. মিজানুর রহমান, ফুলসুতীতে মো. আরিফ হোসেন, লস্করদিয়ায় শাহ মো. মশিউর রহমান, তালমায় শাহ আলম মিয়া, ডাঙ্গিতে কাজী আবুল কালাম, রামনগরে মো. ছায়োর হোসেন, মাদারীপুর জেলার শিবচর উপজেলার উমেদপুরে আ. লতিফ মুন্সী, ভদ্রাসনে আব্দুর রউফ সিকদার, সন্ন্যাসীর চরে মো. আক্তারুজ্জামান, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দারুল আমানে মো. মোক্তার হোসেন খান, শিধলকুড়ায় জানে আলম খোকন, কনেশ্বরে মো. আনিছুর রহমান, পূর্ব ডামুড্যায় মাসুদ পারভেজ লিটন, ধানকাঠিতে আবদুর রাজ্জাক পিন্টু, সিড্যায় আলা উদ্দীন আমিন, ইসলামপুরে দ্বীন মোহাম্মদ, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে বিপ্লব সিকদার, মহিষার নুরুল ইসলাম সিকদার, ছয়গাঁওয়েমানিক ব্যানার্জ্জী, নারায়নপুরে সালাহ উদ্দিন মাতাব্বর, সখিপুরে কামরুজ্জামান, কাচিকাটায় আবুল হাশেম দেওয়ান, ডিএম খালীতে মো. জসিম উদ্দিন, আরশিনগরে মো. সামসুদ্দাহা (রতন), চরভাগায় হাবিবুর রহমান (বীর মুক্তিযোদ্ধা), দক্ষিণ তারাবুনিয়ায় শাহজালাল মাল, চর সেনসাসে বিএম আনোয়ার হোসেন, চর কুমারীয়ায় মো. মোজাম্মেল হক, উত্তর তারাবুনিয়ায় মো. ইউনুছ সরকার আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন