বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

ইরাককে সিরিয়ায় হামলা চালানোর অনুমতি আসাদের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সিরিয়ার অনুমতি ছাড়াই দেশটিতে আইএসের অবস্থানে হামলা চালাতে ইরাক সরকারকে আগাম অনুমতি দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইরাকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি’কে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নির্দেশনা অনুযায়ী ইরাকি জঙ্গিবিমান সিরিয়ার আকাশসীমায় প্রবেশ এবং দায়েশের অবস্থানে বোমা হামলা চালাতে পারবে। বাশার আল আসাদদায়েশের যেসব অবস্থানে ইরাক হামলা চালাতে চায় সেসব অবস্থানের তালিকা আগেই দামেস্কের কাছে হস্তান্তরেরও আহবান জানিয়েছেন আসাদ। ঠিক কবে প্রেসিডেন্ট আসাদ এ অনুমতি দিয়েছেন তা জানা যায়নি। তবে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি সিরিয়া সফর করে আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। গত ১২ ডিসেম্বর ইরাক সরকার এক বিবৃতিতে জানায়, দেশটির বিমান বাহিনীর জঙ্গিমিান সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে আইএসের অবস্থানে বোমা বর্ষণ করেছে। ওইদিন প্রদেশের আবু-সুসাহ গ্রামে আইএস জঙ্গিরা গোপন বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে বিমান হামলা চালানো হয়। এতে ৩০ জঙ্গি নিহত হয় বলে বাগদাদের বিবৃতিতে জানানো হয়। সিরিয়ার একই শহরে ইরাকি জঙ্গিবিমানের আলাদা হামলায় অপর ১৪ দায়েশ জঙ্গি নিহত হয়। সূত্র : পার্স টুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ৪ জানুয়ারি, ২০১৯, ৪:৪৭ পিএম says : 0
This Ibless Bashar killed so many muslims with the Help of Shia Iran--Hezbollah---Iraqi Shia and Russia---Russian used nealy 276 types of their newly developed conventional weapon on millions of un-armed innocent Muslim===May Allah's Curse on Them--**Ameen**
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন