শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

নতুন বছরে বিশ্বব্যাপী শান্তি স্থিতি কামনা এরদোগানের

নিজেদের নাগরিকদের নিরাপত্তা স্থিতিশীলতা ও ভবিষ্যতের নিশ্চয়তা একমাত্র লক্ষ্য

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

বিশ্ব মানবতার শান্তি ও স্থিতি কামনা করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। নতুন বছরের বার্তায় এরদোগান বলেন, বিশ্বজুড়ে স্থিতিশীলতা, ন্যায়বিচার, সংযম ও শান্তি প্রত্যাশা করছি। এছাড়াও জেরুজালেম, দামেস্ক, বাগদাদ, কায়রো, ত্রিপোলি, সারাজেভো ও ক্রিমিয়ার মানুষের অধিকারের সুরক্ষা দাবি করছি। এরদোগান বলেন, এ অঞ্চলের কোনো ঘটনার জন্য তুরস্ক দায়ী নয়। কাজেই এসব ঘটনার শিকার হওয়ারও প্রশ্ন আসে না। সীমান্ত পেরিয়ে তুরস্ক ২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুটি অভিযান চালিয়েছে। একটি হচ্ছে-ইউফ্রাটিস শিল্ড, অন্যটি অপারেশন অলিভ ব্রাঞ্চ। পিওয়াইডি বা পিকেকে এবং আইএস যোদ্ধাদের উচ্ছেদ করেতই এ দুটি অভিযান চলে। এরদোগান বলেন, কোনো দেশের মাটি, সার্বভৌমত্ব ও অধিকার নিয়ে তুরস্কের কোনো পরিকল্পনা নেই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে-নিজেদের নাগরিকদের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভবিষ্যতের নিশ্চয়তা দেয়া। দ্রুতই সিরিয়ায় ওয়াইপিজি যোদ্ধাদের বিরুদ্ধে একটি অভিযানের ইঙ্গিত দিয়েছেন এরদোগান। তিনি বলেন, ইরাকের স্থিতিশীলতায় তার দেশ অব্যাহত অবদান রেখে যাবে। আনাদোলু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন