শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

সহজ করা হবে এসএমই ঋণের আবেদন ফরম

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণের আবেদন ফরম সহজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট ও পলিসির উদ্যোগে আয়োজিত সরকারি-বেসরকারি সংলাপে ডেপুটি গভর্নর এসব কথা বলেন। সংলাপে আর্থিক ব্যবস্থাপনায় নারী উদ্যোক্তাদের প্রবেশগম্যতা সহজ করার জন্য বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগের কথা তুলে ধরেন ব্যাংকের নারী উদ্যোক্তা উন্নয়ন ইউনিটের উপ-মহাব্যবস্থাপক ওয়াহিদা নাসরিন। সেন্টার অন বাজেট ও পলিসির পরিচালক অধ্যাপক আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্থানীয় নারী উদ্যোক্তা ছাড়াও এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সারা এল টেইলর, এশিয়া ফাউন্ডেশনের বাংলাদেশের কর্মসূচি পরিচালক নজরুল ইসলাম, প্রোগ্রাম সমন্বয়কারী শরিফা খাতুন বক্তব্য দেন। এসকে সুর চৌধুরী বলেন, জেলা পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের এসএমই উন্নয়ন সংক্রান্ত সভায় স্থানীয় উইমেন চেম্বার বা উইমেন বিজনেস ফোরামের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। আর ঋণ পাওয়া নিয়ে অহেতুক হয়রানির শিকার হলে ১৬২৩৬ নম্বরে ফোন করে বাংলাদেশ ব্যাংকের সহায়তা ডেস্কে জানানোর জন্য ভুক্তভোগী উদ্যোক্তাদের অনুরোধ করেন তিনি। অনুষ্ঠানে ওয়াহিদা নাসরিন বলেন, বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা সহায়ক কার্যক্রমের কারণে ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে দেশে নতুন নারী উদ্যোক্তা তৈরির হার প্রায় তিন গুণ বেড়েছে। ব্যাংকের প্রত্যেক শাখায় নারী উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ডেস্ক স্থাপনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। আলোচনায় অংশগ্রহণকারী চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা মহিলা চেম্বার ও বিজনেস ফোরামের নেতারা ব্যাংক ঋণ পেতে নারী উদ্যোক্তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্তে¡ও স্থানীয়ভাবে নারী উদ্যোক্তাদের ঋণদানে সহায়তা করতে ব্যাংকগুলো অনীহা দেখিয়ে থাকে এবং অনেক সময় সিদ্ধান্ত নেয়ার জন্য দীর্ঘ সময়ক্ষেপণ করে থাকে। অংশগ্রহণকারী উদ্যোক্তারা নারী উদ্যোক্তাদের জন্য ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে (১০ শতাংশের নিচে) রাখার জন্য অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন