শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

১৯ মে ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : আগামী ১৯ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা। চলবে ২১ মে পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশ মূল্য ২০ টাকা। বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট (বিএফটিডি) ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করছে। মেলায় দেশি-বিদেশি ৮০টি প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় হোটেল, মোটেল এবং ট্যুর অপারেটরদের বিভিন্ন প্যাকেজে ব্যাপক ছাড় থাকবে। আয়োজকরা জানান, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বিএফটিডি দেশের পর্যটনশিল্পের উন্নতিতে সাত বছর ধরে কাজ করে যাচ্ছে। আঞ্চলিক পর্যটনের উন্নয়নে ইতোমধ্যে বিএফটিডি বিদেশে রোড শোসহ পাঁচটি আন্তর্জাতিক মেলার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যটন বছর ঘোষণার আহŸানে সাড়া দিয়ে বিএফটিডি এ বছর ষষ্ঠবারের মতো পর্যটন মেলার আয়োজন করছে বলে জানান বিএফটিডির নির্বাহী পরিচালক রেজাউল একরাম। তিনি বলেন, ‘এবার মেলায় প্রথমবারের মতো চীনের ন্যাশনাল ট্যুরিজম বোর্ড অংশ নিচ্ছে, যা এ দেশের পর্যটনশিল্পের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। আমরা সাত বছর ধরে তাদের বলে আসছি, কিন্তু এবার তারা বেশ বড় পরিসরে আসছে, যা দুই দেশের পর্যটন খাতের প্রসারে ভূমিকা রাখবে।’ রেজাউল একরাম বলেন, এবার পর্যটন মেলায় আঞ্চলিক পর্যটনের ওপর জোর দেয়া হচ্ছে। সার্কভুক্ত বিভিন্ন দেশের ট্যুর অপারেটররা মেলায় স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেবে। এবার প্রথমবারের মতো মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কম্বোডিয়াসহ ১১০টি স্টলে ৮০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন