সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শাহজালালে কাস্টম হাউস অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টম হাউসের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে কাস্টমস এজেন্টারা। গতকাল বিকেল থেকে এ বিক্ষোভ শুরু হয়। কাস্টমস হাউসের কর্মকর্তা দ্বারা একটি প্রতিষ্ঠানের মালিক মারধরের শিকার হওয়ায় এ বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনা ঘটে।
কাস্টমস ও এজেন্ট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বারি এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের মালিক আনিসুর রহমানকে কাস্টম হাউসের যুগ্ম-কমিশনার মাহবুব রহমান মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর কাস্টম এজেন্টরা প্রতিবাদ জানিয়ে কাস্টম হাউসের মূল ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। এতে কাস্টম হাউসের কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যার সমাধানে সন্ধ্যা ৬টার দিকে কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে এক মিটিংয়ে বসেন কাস্টম হাউসের কমিশনার।
কাস্টম এজেন্ট জুলহাস বলেন, যুগ্ন কমিশনার মাহবুব দীর্ঘদিন ধরেই এজেন্টদের সঙ্গে খারাপ আচরণ করে আসছে। গতকালও এক প্রতিষ্ঠান মালিককে মারধর করেছে। তার অপসারণের দাবিতে আন্দোলন চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন