অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কারাদণ্ডাদেশ স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। এদিন, আপিল শুনানিতে অংশ নেন দেশটির প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। গত বছরের জুলাইতে পাকিস্তানের জবাবদিহি কোর্ট ওই মামলায় নওয়াজ, তার মেয়ে ও জামাতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ওই বছরের সেপ্টেম্বরে নওয়াজের করা আপিলের ভিত্তিতে কারাদণ্ডাদেশ স্থগিত করেন হাইকোর্ট। এরপর, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ। খালিজ টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন