কর্পোরেট রিপোর্টার : নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিল এবং ফনিক্স ইন্সুরেন্সের পরিচালকদেরকে জরিমানা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, সিকিউরিটিজ আইন অমান্য করায় এ দুই কোম্পানির পরিচালকদেরকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরমধ্যে বস্ত্র খাতের মতিন স্পিনিং মিলের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও ৬ জন পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর ফনিক্স ইন্সুরেন্সের ১৪ জন পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন