ড্যাফোডিল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ড্যাফোডিল জাপান আইটি (ডিজেআইটি) থেকে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ নিয়ে জাপানে কর্মসংস্থান হয়েছে ১০ বাংলাদেশির। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে ডিজেআইটির চেয়ারম্যান মো. সবুর খান, ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি, জাপানি চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ওই ১০ বাংলাদেশি এক পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হন। এ সময় তারা চাকরির বিভিন্ন অভিজ্ঞতা, প্রয়োজনীয় দক্ষতা এবং তাদের সন্তষ্টি, বাংলাদেশি দক্ষ জনবলের চাহিদাসহ নানা বিষয়ে আলোচনা করেন এবং বাংলাদেশ থেকে কয়েক হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবীর কর্মসংস্থানের বিষয়ে জাপানিদের আস্থা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান। উল্লেখ্য, ড্যাফোডিল জাপান আইটি ২ বছর যাবৎ বাংলাদেশি তরুণদের তথ্যপ্রযুক্তি ও জাপানি ভাষায় দক্ষ করে জাপানসহ উন্নত বিশ্বে কর্মসংস্থানের জন্য সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে এ ১০ জন বাংলাদেশি তরুণ জাপানে কর্মসংস্থান হয়েছে। এরা হলেন- আবদুল্লাহ আল মারুফ, আবু সুফিয়ান, সোভন রোজারিও, মো. আবদুর রাফি ইবনে মাহমুদ, সায়েম হোসেন অনিক, ফয়সাল সিদ্দিক, রনি কুমার সাহা, মো. মিরাজ হোসেন, এসএম মাইদুল ইসলাম ও মো. সাজ্জাদ হোসেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন