রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর বলরুমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.-এর বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্জ হাফেজ মো. এনায়েত উল্লাহ্, আলহাজ্জ মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আমির উদ্দিন পিপিএম, আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, আলহাজ্জ মো. হারুন-অর-রশীদ খান, আলহাজ্জ মো. আনোয়ার হোসেন, আলহাজ্জ ইঞ্জি. খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আলহাজ্জ আহামেদুল হক, খালিদ রহিম এবং এম. কামালউদ্দিন চৌধুরী। সম্মেলনে ব্যাংকের ১৬৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন