আল কোরআন ও আল হাদীস এর আলোকে
আল কোরআন
দান সদকা তো (তোমাদের মাঝে এমন) কিছু গরীব মানুষের জন্যে, যারা আল্লাহর পথে এমন ভাবে ব্যাপৃত, তারা (নিজেদের জন্যে) জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারেনা, আত্মসম্মানবোধের কারণে কিছু চায়না বলে, অজ্ঞ লোকেরা এদের মনে করে এরা (বুঝি আসলেই) সচ্ছল, কিন্তু তুমি এদের (বাহ্যিক) চেহারা দেখেই এদের সঠিক অবস্থা বুঝে নিতে পার, এরা মানুষের কাছ থেকে কাকুতি মিনতি করে ভিক্ষা করতে পারেনা, তোমরা যা কিছুই খরচ করবে আল্লাহ তায়ালা তার (যথার্থ) বিনিময় দিবেন, কারণ তিনি সব কিছুই দেখেন।সুরা বাকারাহ, আয়াত ২৭৩
আল হাদীস
আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে-যে ব্যক্তির ইসলাম গ্রহন খাঁটি ও পুর্নাঙ্গ হইবে, তাহার প্রতিটি নেক আমলের সওয়াব দশ হইতে সাত শত গুন পর্যন্ত লেখা হইবে এবং গুনাহের কাজে সমান গুনাহ হইবে।বোখারী শরীফ - ১ম খন্ড - হাদিস নং -৩৮
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন