শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আ.লীগ ক্ষমতায় ফেরায় উন্নয়ন অব্যাহত থাকবে

পঞ্চগড়ে রেলমন্ত্রী

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগণের মাঝে তুলে ধরেন, তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকার রেলের কোন উন্নয়ন করেনি। রেলকে একটি মৃত সংস্থায় পরিণত করেছিল। তারা রেলের হাজার হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রেলকে আধুনিক সংস্থায় পরিণত করেছেন। নতুন নতুন রেললাইন নির্মাণ, রেল লাইন সম্প্রসারণ, পদ্মা সেতুতে রেললাইন স্থাপনসহ দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত রেললাইন নির্মাণ ও সম্প্রসারণের কাজ করা হচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বোদা বাজার ধানহাটি মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে বিশাল সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, যুগ্ম সম্পাদক রবিউল আলম সাবুল সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। সংবর্ধনা সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে রেলমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। এর আগে রেলমন্ত্রী বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পযার্য়ের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান সহ সকল সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন