মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টেলিভিশন আলোচক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরসহ গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছে প্রাইভেটের অপর ৩ যাত্রী। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টা ৪৫ মি. এর সময় মাগুরার বাস টার্মিনাল এলাকার ঢাকা সড়কের তিন নং ব্রিজ নামক স্থানে তাকে বহন করা প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ ১১-৯১৯৩ ঝিনাইদহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১১-৩৪৮৬ রাইফ কার্গো সার্ভিসের কাভার্ডভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত দু’জন প্রাইভেটের সামনে ছিলেন। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এর সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় প্রাইভেট কারটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। নিহতদের লাশ মাগুরা সদরু হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহে শোকের ছায়া
দেশ-বিদেশে পরিচিতি ও বহু গ্রন্থের প্রণেতা ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ঝিনাইদহ সদর উপজেলার নরহরিদ্রা গ্রামের মৃত আনোয়ারুজ্জামান মাস্টারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর সউদী আরবের রিয়াদ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে সেখানেই শিক্ষকতা শুরু করেন। পরে তিনি ইসলামী ইউনিভার্সিটিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলার বড় সাহেবজাদা ঢাকার দারুসসালামের আনসার সিদ্দিকীর জামাতা। তিনি এক ছেলে ও তিন কন্যারজনক। ছেলে ওসামা জাহাঙ্গীর সউদী আরবের রিয়াদ ভার্সিটিতে লেখাপড়া করছেন। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর দ্বিনী শিক্ষার জন্য ঝিনাইদহ শহরের গোবিন্দপুর এলাকায় বিদেশী অর্থে আল ফারুক একাডেমী ও আস সুন্নাহ ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। সেখানে মেয়ে ও ছেলেদের হেফজেখানাা প্রতিষ্ঠা করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর ঝিনাইদহে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যু নিয়ে রহস্য
ইবি রিপোর্টার জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। আসলে তিনি রোড একসিডেন্টে মারা গেছেন নাকি পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে এ প্রশ্ন উঁকি দিচ্ছে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের মনে। অনেক আলেম মনে করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
জানা যায়, প্রফেসর ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর শিরক, বিদাতসহ ইসলামের বিভিন্ন বিষয়ে টিভি চ্যালেনে আলোচনা করতেন। ইসলামের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের ওলামা মাশায়েখদের মতপার্থক্য নিরসনে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর কাজ করে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি খ্রিস্টান মিশোনারীর বিপক্ষে বিভিন্ন জায়গায় সেমিনার এবং সিম্পোজিয়াম করে মুসলিম উম্মাহকে বিভ্রান্তির পথ থেকে পরিত্রানের চেষ্টা করে যাচ্ছিলেন এবং সফলতার মুখও দেখেছিল তার সেই সেমিনার এবং সিম্পোজিয়াম। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু নানা প্রশ্নের জন্ম দিচ্ছে ইসলাম প্রিয় মানুষের মনে। অনেক আলেম মনে করছেন খ্রিস্টান মিশোনারির বিরুদ্ধে কথা বলায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কয়েক বছর আগে ঝিনাইদহ জেলার প্রখ্যাত আলেমে দ্বীন আইনুদ্দিন আল আযাদ সড়ক দুর্ঘটনায় মারা যান। কিন্তু তার মৃত্যুর কয়েকদিন পরে জানা যায় সড়ক দুর্ঘটনা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেই ঘটনার দিকে লক্ষ্য করে অনেকেই বলছেন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবিষয়ে ঝিনাইদহ জেলার কয়েকজন আলেম বলেন,‘ তিনি মুসলমানদের আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে পরিচালনার জন্য কঠোর পরিশ্রম করতেন। খ্রিস্টান মিশোনারি মুসলমানদের ধোকা দিয়ে তাদের ধর্মে নিয়ে যাচ্ছিল। এসময় ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর খ্রিস্টান মিশোনারির বিপক্ষে অবস্থান নিয়ে মুসলিম ভাইদের বিভ্রান্তির পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন ঠিক সেই সময় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন