শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নরসিংদীতে নিকাহ ও তালাক রেজিস্ট্রারদের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

নরসিংদী জেলা রেজিস্ট্রার অফিস (বাসাইল) গত বুধবার বিকেলে নরসিংদী জেলার নিকাহ্ ও তালাক রেজিস্ট্রারগণের প্রশিক্ষণ ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। নরসিংদী জেলা রেজিস্ট্রার অফিস আয়োজিত এ প্রশিক্ষণ ও সচেতনতামূলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা রেজিস্ট্রার খন্দকার ফজলুর রহমান। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সদরের সাব-রেজিস্ট্রার সাব্বির আহমেদ, শিবপুরের সাব-রেজিস্ট্রার রেজাউল করিম। আলোচক ছিলেন নরসিংদী জেলা কাজী সমিতির সভাপতি কাজী শেখ মো. আলতাফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আবদুল হামিদ। অনুষ্ঠানে নরসিংদী জেলা কাজী সমিতির পক্ষ থেকে নরসিংদী জেলা রেজিস্ট্রার খন্দকার ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় নরসিংদী জেলা কাজী সমিতির সকল নেতৃবৃন্দ ও ৬ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন