শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গৃহহীনদের ঘর করে দেয়া হবে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ৪:০০ পিএম

গৃহহীনদের ঘর করে দেয়ার ঘোষনা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার দুপুরে সাভারের খাগানের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশের ৬৪ জেলায় ৬৪ হাজার ঘর নির্মাণ করে দেওয়া হবে। খুব শ্রীঘ্রই এর কাজ শুরু হবে। ঘরগুলো আগুন, তাপ নিরোধক হবে। ঘরগুলোর লে-আউট, কালার এমনভাবে সাজানো হয়েছে যে, গ্রামকে শহরে রুপান্তর হবে।
তিনি বলেন, দেশের কোন মানুষ না খেয়ে মরবে না। সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁন, উপাচার্য ইউসুফ এম ইসলামসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন