মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রশিক্ষণের আওতায় ২২ হাজার যুবক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বতর্মান সরকারের নির্বাচনী ইশতেহারে নতুন করে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেয়া হয়েছে। এ ঘোষণাকে বাস্তবে রূপ দিতে জেলা পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ ও উদ্যোক্তা তৈরির একটি বড় ধরনের পদক্ষেপ নিয়েছে শিল্প মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বাজার চাহিদা বিবেচনায় ২২ হাজার যুবককে ১০ বিষয়ে উন্নতমানের প্রশিক্ষণ দেয়া হবে।

তরুণ উদ্যোক্তাদের আরও অধিক হারে শিল্প ও ব্যবসার বিভিন্ন খাতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিল্প খাতের জন্য দক্ষ জনবল তৈরির জন্য ৪৯ কোটি ৮৯ লাখ টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে।

উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সংযোগ স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১ সালের মধ্যে প্রশিক্ষণের কাজ শেষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবিত প্রকল্পটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে পরিকল্পনা কমিশন। তবে প্রকল্পে অফিস ভাড়া, বিদ্যুৎ ও পানির বিল, বিজ্ঞাপন খাতের ব্যয়, ইন্টারনেট খাতের বিলসহ প্রায় সব খাতের অস্বাভাবিক ব্যয় প্রস্তাবে আপত্তি জানিয়েছে কমিশন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন