সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন একাদশ সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াসিহ সংসদের চীপ হুইপ এবং হুইপবৃন্ধরা।
বৃহস্পতিবার দুপুর ১২টার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেধীতে ফুল দিয়ে এই শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সবাই।
শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ জাতীয় সংসদ তিনি সরকারি দল, বিরোধী দল, সতন্ত্রসহ নির্বাচিত সদস্যদের সমানভাবে সুযোগ দিয়ে পরিচালনা করতে চান। পাশাপাশি এবারের সংসদ একটি কার্যকরী সংসদ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন