শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

১৯ দিনে ১ লাখ ১২ হাজার মামলায় ৫ কোটি ৭১ লাখ টাকা জরিমানা

শেষ হলো ট্রাফিক শৃঙ্খলা পক্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের শুরু হওয়া ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ’ শেষ হয়েছে। গত ১৫ জানুয়ারি থেকে দুই ধাপে টানা ১৯ দিন ধরে এ কার্যক্রম চলে। এই সময়ে ট্রাফিক আইন ভঙ্গসহ নানা অনিয়মের দায়ে বিভিন্ন যানবাহনে ১ লাখ ১২ হাজার ৫৫৮টি মামলা ও ৫ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছেÑ বাস/মিনিবাসের বিরুদ্ধে ২৪ হাজার ৩৩৬টি, ট্রাকের বিরুদ্ধে ৮৩৫টি, কাভার্ড ভ্যানের বিরুদ্ধে ৩ হাজার ১২৬টি, সিএনজি অটোরিকসার বিরুদ্ধে ১৪ হাজার ৭৪৯টি, ট্যাক্সি ক্যাবের বিরুদ্ধে ২৯টি, কার/জিপ ১১ হাজার ১৯২টি, মাইক্রোবাসের বিরুদ্ধে ২ হাজার ৭৬৮টি, পিকআপের বিরুদ্ধে ৪ হাজার ৯১৬টি, হিউম্যান হলারের বিরুদ্ধে ৩০৮টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪৭ হাজার ৫২২টি ও অন্যান্য গাড়ির বিরুদ্ধে ২ হাজা র৭৭৭টি মামলা করা হয়। এ সময়ে ৪৭১টি গাড়ি ডাম্পিং ও ১৪ হাজার ১৫৭টি গাড়ি রেকার করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন