সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা অঞ্চলে ও ঢাকা মহানগরীর মোট ১৪৮টি শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণদের নিয়ে দুই দিনব্যাপী ব্যবস্থাপক সম্মেলন ঢাকা রিজেন্সি হোটেল ও ব্রাক সিডিএম সাভার-এ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। সভায় ২০১৬ সাল কে এসএমই বছর হিসেবে ঘোষণা করা হয়। সভায় ২০১৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনকারী শাখাসমূহকে পুরস্কৃত করা হয়। ২০১৬ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকগন কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত, উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ আবদুল আজিজ, মো. মোস্তফা খায়ের ও মো. সাইফুর রহমান পাটোয়ারী এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। - বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন