নাইকো দুর্নীতি মামলায় হাজিরা দেয়ার জন্য
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টা ৩২ মিনিটে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে হুইল চেয়ারে করে তাকে হাজির করা হয়। এ কারাগারেই সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া বন্দি রয়েছেন। আজ খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২১ জানুয়ারি খালেদা জিয়াকে দুপুর ১২টা ২৬ মিনিটে আদালতে হাজির করা হয়। ওইদিন প্রায় দেড় ঘণ্টা পর ১টা ৫৫ মিনিটে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। মামলার অপর আসামি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন। এরপর তিনি সময় চাইলে আদালত তা মঞ্জুর করেন। অপর আসামি শহিদুল হকের পক্ষে অপর এক আইনজীবী আংশিক শুনানি করে সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
মন্তব্য করুন