শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রশাসনে রদবদল : পরিকল্পনা-পার্বত্যে নতুন সচিব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৪৫ পিএম

পরিকল্পনা বিভাগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ১২ জন অতিরিক্ত সচিব ও ১৪ জন যুগ্ম-সচিবের দফতর বদল করা হয়েছে।
আজ সোমবার এই রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিনকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব মো. জিয়াউল ইসলাম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। অপরদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মেজবাহুল ইসলামকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন