এবার মেলায় এসেছে তরুণ গল্পকার মুহাম্মদ কামল হোসেনের প্রথম গল্পের বই নাম ‘অর্ধেক হুমায়ূন আর অর্ধেক আমি’। এটি হুমায়ূনের কোন লেখা নয়। লেখকের লেখা। তবে হুমায়ূনের কিছু পাওয়া যাবে এখানে। বইটির প্রচার ভাল ছিল । বের করেছে ‘দাঁড়িকমা প্রকাশনী’। মূল্যঃ ১৬০ টাকা। স্টল-২৩৪ । লেখকের ভাষায়, এবার গল্প আর কবিতা বই বিক্রি হবে বেশি। আর এক প্রশ্নে উত্তরে তিনি বলেন মাত্র কয়দিন গেল সমানে বিপুল ভাবে বই বিক্রি হবে। অনেক লেখক -পাঠক আসবে মেলা মেলার মতই ।
ফাহিম হাসান মেলা ও লেখকের মুখোমুখি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন