শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কুমিল্লায় গুলিতে যুবদল নেতা খুন

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : কুমিল্লায় সন্ত্রাসীদের গুলিতে একেএম রকিকুল ইসলাম মুকুল নামের যুবদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় গুলিতে স্থানীয় আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম, তার ভাতিজা রিফাতসহ আরো তিনজন আহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে আদর্শ সদর উপজেলার (দক্ষিণ) দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম মুকুল ওই এলাকার এ কে এম ইউনুস আলীর ছেলে। গুলিবিদ্ধ আহতদের মধ্যে রিফাত নামের যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে নোয়াপাড়া গ্রামের আরিফের নেতৃত্বে সেলিম মেম্বার ও তার ছেলে রাসেলসহ ৭/৮ জন সন্ত্রাসী একই গ্রামের আবদুল হাকিম ঠিকাদারের পুত্র সাইফুল ইসলামের বাড়িতে প্রথমে গুলি এবং পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে সাইফুলকে লক্ষ্য করে গুলি চালায়। একই সময়ে বাড়ির উঠানে সাইফুলের ভাতিজা রিফাতকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে সশস্ত্র এ সন্ত্রাসী দলটি সাইফুলের বাড়ির অদূরে তারই ঘনিষ্ঠ বন্ধু ও স্থানীয় প্রিয়া ডেকোরেটরের স্বত্বাধিকারী রকিবুল ইসলাম মুকুলকে লক্ষ্য করে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে সে ঘটনাস্থলে মারা যায়। গুলিবিদ্ধ সাইফুল ইসলাম আদর্শ সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাইফুল ও রিপনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন