বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৭২ জনের হজযাত্রা অনিশ্চিত

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

শামসুল ইসলাম : সউদী সরকারের নির্ধারিত সর্বনি¤œ দেড়শ’ কোটা পূরণ করা সম্ভব না হওয়ায় তিনটি হজ এজেন্সি’র ১৭২ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এসব হজ এজেন্সির ই-হজ রেজিস্ট্রেশন সউদী সরকার কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। এসব হজযাত্রী চলতি বছর হজে যেতে চাইলে পৃথক হজ এজেন্সি বা সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হয়ে যেতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ-২) মোঃ শহীদুল্লাহ তালুকদার গত ৮ মে এক সার্কুলারে এ তথ্য জানিয়েছেন। চলতি বছর হজযাত্রীদের সর্বনি¤œ ১৫০ লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় যে তিনটি হজ এজেন্সি হজের কার্যক্রমে অংশ নিতে পারছে না তা হচ্ছে Ñ মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস (লাইসেন্স নং-১০৬৩) ৬০ জন, খাজা এয়ার মিডিয়া সার্ভিসেস লিমিটেড (লাইসেন্স নং-০৮০) ৪৪ জন এবং মেসার্স মাদার ট্রাভেলস ইন্টারন্যাশনাল (লাইসেন্স নং-০৯৬০) ৬৮ জন। এদিকে ৪৮৩টি হজ এজেন্সি চলতি বছর হজের কার্যক্রমে অংশ নিচ্ছে। হজযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক হজযাত্রীই এবার হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে যারা প্রাক-নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে ২০১৭ সালে হজে যাওয়ার সুযোগ পাবেন। গত ৭ মে সউদী সরকার ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বিনতিনকে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী নিযুক্ত করেছেন। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সউদীর নবনিযুক্ত হজ ও ওমরাহ মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বিনতিনকে অভিনন্দন জানিয়ে অতিরিক্ত ১০ হাজার হজযাত্রী’র কোটা বরাদ্দের অনুরোধ জানিয়েছে চিঠি লিখছেন। সম্প্রতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যেসব এজেন্সি প্রত্যেক হজযাত্রী সর্বনিন্ম প্যাকেজ মূল্যের ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ডে আগামী ৩০ মে পর্যন্ত জমা করতে পারবে কেবল তারাই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে পিলগ্রিম আইডি সংগ্রহ করতে পারবে। অন্যথায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের হজের কোনো ভিসা ইস্যু করা সম্ভব হবে না। হজ প্যাকেজের পুরো টাকা স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা করা সম্ভব হলের হাবের ডিও লেটার নিয়ে হজযাত্রীদের ও মোনাজ্জেমের ভিসা লাভের প্রক্রিয়া করা যাবে। যেসব হজযাত্রী ৩০ মে-এর মধ্যে হজের পুরো টাকা হজ এজেন্সির স্ব স্ব অ্যাকাউন্টে জমা দিতে পারবে না তারা চলতি বছর হজে যাওয়ার সুযোগ পাবে না। হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ এ অভিমত ব্যক্ত করেছেন। হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, কম টাকায় হজ করানোর নামে অবৈধ গ্রুপ লিডাররা হজযাত্রী সংগ্রহে আগাম প্রতিযোগিতায় লিপ্ত হয়। এক শ্রেণীর অসাধু হজ এজেন্সি’র মালিক প্রতারণার আশ্রয় নিয়ে গ্রুপ লিডারদের মাধ্যমে কম টাকায় হজযাত্রী সংগ্রহ করে সর্বনি¤œ হজ প্যাকেজের ৩ লাখ ৫ হাজার টাকা এখন স্ব স্ব হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারছে না। হাব মহাসচিব বলেন, যারা হজের পুরো টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবে না তারা এবার হাবের ডিও লেটার ও পিলগ্রিম আইডি পাবে না। যারা কম টাকায় হজযাত্রী সংগ্রহ করে মক্কা-মদিনার রাস্তায় হাজীদের নিয়ে ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে বলেও হাব মহাসচিব শেখ আব্দুল্লাহ উল্লেখ করেন। হাজী ক্যাম্পের আইটি বিজনেস অটোমেশন লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৫ মে থেকে হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন