শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সপ্তম শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে উ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে উত্তর কোরিয়ার। এর মধ্যেও পারমাণবিক বোমা বানিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। গত বছরও দেশটি বেশ কিছু পারমাণবিক বোমা বানিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বারের মতো বৈঠক করবেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। তাদের এই বৈঠকের কয়েক সপ্তাহ আগেই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশিত হলো। ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র ভাÐারে সপ্তম শক্তিশালী অস্ত্র যোগ করার জন্য উত্তর কোরিয়া হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে। এর আগে দেশটি তাদের ষষ্ঠ পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সেন্টার ফর ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সাল থেকে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আনতে শুরু করে উত্তর কোরিয়া। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন