কর্পোরেট রিপোর্ট : গত বছর যুক্তরাজ্যজুড়ে ছয়টি ব্যাংকের ছয় শতাধিক শাখা বন্ধ করে দেয়া হয়েছে, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গ্রামীণ এলাকায়। নিজেদের সংগৃহীত উপাত্তের ভিত্তিতে সংবাদ সংস্থা বিবিসি স¤প্রতি এ কথা জানিয়েছে। স¤প্রতি ছয়টি শীর্ষ হাইস্ট্রিট ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করেছে বিবিসি ব্রেকফাস্ট। ব্যাংকগুলো হলো লয়েডস, রয়েল ব্যাংক অব স্কটল্যান্ড (আরবিএস), এইচএসবিসি, স্যানটেন্ডার, বার্কলেস এবং কো-অপারেটিভ ব্যাংক। বিবিসি জানিয়েছে, এপ্রিল ২০১৫ থেকে পরবর্তী এক বছরের মধ্যে এসব ব্যাংকের ছয় শতাধিক শাখা বন্ধ করা হয়েছে। এর মধ্যে আরবিসির শাখা বন্ধ হয়েছে ১৬৬টি। আর এইচএসবিসির বন্ধ হয়ে যাওয়া শাখা কার্যালয়ের সংখ্যা ১৬৪টি। জনসংখ্যার মাথাপিছু হিসেবে ওয়েলসের অংশবিশেষ, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি শাখা বন্ধ হয়েছে। আর এলাকাভিত্তিক হিসাবে পাওয়িস, ডেনবিগশায়ার, গুইনেড, কনউয়ি ও কারমার্থেনশায়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যাম্পেইন ফর কমিউনিটি ব্যাংকিং সার্ভিসেস জানিয়েছে, গত এক দশকে সব মিলিয়ে প্রায় তিন হাজার শাখা বন্ধ হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো জানিয়েছে, শাখা কার্যালয়ের চাহিদা প্রতিনিয়ত কমছে। এর চাইতে মানুষ এখন অনলাইন ব্যাংকিংসেবায় বেশি আগ্রহ দেখাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন