ইনকিলাব ডেস্ক
যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনার দায়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবককে যাবজ্জীবন কারাদ- দিয়েছে দেশটির আদালত। গত শুক্রবার কিংস্টন ক্রাউন কোর্ট লুটনের বাসিন্দা জুনায়েদ খানকে (২৫) এই দ- দেওয়া হয়। জুনায়েদ যুক্তরাজ্যে একটি কোম্পানির ‘ডেলিভারি ড্রাইভার’ হিসাবে কর্মরত ছিলেন। গত বছর তিনি পুলিশের হাতে আটক হন।
পুলিশ জানায়, জুনায়েদ সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএস নেতাদের কাছে পাঠানো এক বার্তায় প্রেসার কুকারে বোমা নিয়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি মার্কিন সেনাদের ছুরিকাঘাতে হত্যার পরিকল্পনা করছিল।
মামলার নথিতে বলা হয়, পুলিশ জুনায়েদের বাড়িতে আইএসের পতাকা, বোমা তৈরির নির্দেশিকা এবং হামলা পরিচালনার জন্য ছুরি কেনার তথ্য পায়। পুলিশের দাবি, জুনায়েদের স্বজন সাজিব খান আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমিয়েছিল। জুনায়েদেরও সেই পরিকল্পনা ছিল। সাজিব দ্বারা উদ্বুদ্ধ হয়েই সে হামলার পরিকল্পনা করে। যুক্তরাজ্যের ইস্ট এংলিয়ায় মার্কিন বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করে জুনায়েদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে গতবছর খবর বেরিয়েছিল। সূত্র : ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন