শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মার্চে পাকিস্তান সফর করবেন এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী মাসে পাকিস্তান সফর কবেন। পাকিস্তানের করাচিতে তুরস্কের কনসাল জেনারেল তোলগা উকাক এ কথা জানিয়েছেন। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ বিষয়ক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। কনসাল জেনারেল জানান যে, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে অটুট বন্ধন রয়েছে। সময়ের পরিক্রমায় এই বন্ধন আরো জোরালো হয়েছে। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রযুক্তি স্থানান্তরের পাশাপাশি প্রতিরক্ষা খাতেও সহযোগিতা জোরদার করবে তুরস্ক। তুর্কী দূত বলেন যে তার সরকার চায়না-পাকিস্তান ইকনমিক করিডোরের (সিপিইসি) ব্যাপারে খুবই আগ্রহী এবং এই প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, তুরস্কের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য ভারসাম্যপূর্ণ। এতে পাকিস্তান লাভবান হচ্ছে এবং দেশটির রফতানি বাড়ছে। তুর্কি প্রেসিডেন্টের পাঁচ দিনব্যাপী সফরকালে সেদেশের প্রতিনিধিরা দুই দেশের মধ্যে বাণিজ্য জোরদার করতে করাচি ও লাহোরে ব্যবসায়ী স¤প্রদায় ও বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় মিলিত হবেন। এসএএম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shamim ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:২৬ পিএম says : 0
পাকিস্তানের অর্থনীতিতে সহায়তা করা সকলের কাম্য
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন