শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

সউদী আরব-চীন ৪৭ চুক্তি

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৭ এএম

সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চীন সফরকালে উভয় দেশের মধ্যে পেট্রোলিয়াম ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত এবং সন্ত্রাসবিরোধী ৪৭টি চুক্তিসই হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ। শুক্রবার সকালে অনুষ্ঠিত একটি চীনা-সউদী সহযোগিতা ফোরামের শেষদিকে মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে পেট্রোলিয়াম ও কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত এবং সন্ত্রাসবিরোধী ১২টি চুক্তি সই হয়। এদিকে সউদী আরবের বিনিয়োগ সংস্থা ‘এসএজিআইএ’ আয়োজিত একটি যৌথ বিনিয়োগ ফোরামে চীন ও দেশটির মধ্যে মোট ২৮ বিলিয়ন ডলারের ৩৫টি অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত চুক্তিসই হয়। এছাড়া চীনা কোম্পানিগুলোর জন্য চারটি লাইসেন্স প্রদান করে সউদী আরব। চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে সউদী ক্রাউন প্রিন্স জানান, গত বছরে চীন ও সউদী আরবের বাণিজ্য ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও এটা বৃদ্ধির বড় ধরনের সুযোগ আছে। এদিকে শি জিন পিং সউদী আরব ও চীনের কৌশলগত সম্পর্ক টিকিয়ে রাখতে তার দেশের আগ্রহের কথা জানান। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় সউদী আরবকে সহযোগিতা করেছে চীন। উল্লেখ্য, এর আগে সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পাকিস্তান ও ভারত সফর করেন। অপর এক খবরে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার সাক্ষাত করেছেন সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময়ে ১০০০ কোটি ডলারের তেল সংক্রান্ত চুক্তি করেছেন তারা। এর আগে পাকিস্তান ও ভারত সফর শেষে বৃহস্পতিবার তিনি বেইজিং পৌঁছেন। বার্তা সংস্থা পিটিআই লিখেছে, সউদী আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকান্ড নিয়ে যে সমালোচনার মুখে পড়েছিলেন ক্রাউন প্রিন্স, এ সফরের মধ্য দিয়ে তিনি বিশ্বকে দেখাতে চাইছেন তার দেশের মিত্ররা এখনও আছে। এ জন্যই শুক্রবার তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও সাক্ষাত করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান ঝেংয়ের সঙ্গে। আরব নিউজ, রয়টার্স, পিটিআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন