ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোক দিবস পালন করেছে বগুড়া জেলা বিএনপি। বিএনপির দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল (শনিবার) সকাল ১১টায় বগুড়া জেলা কার্যালয়ে কালো ব্যাচ ধারণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, দেলোয়ার হোসেন পশারী হিরু, তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল ইসলাম বিটু, রোস্তম আলী, সাইদুল কবির, লিটন শেখ বাঘা, মাহবুব হাসান লেমন, আবু হাসান প্রমুখ। এরপর নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে দেয়া হয়।
মন্তব্য করুন