মহেশখালীতে আবারও মানবপাচার কাজে সক্রিয় হয়ে ওঠেছে আদম পাচারচক্র। নাছির উদ্দীন নামের এক পাচারকারী পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক হয়েছে।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ছোট মহেশখালী মুদির ছড়া নদীর ঘাট এলাকায় অবৈধ পথে মালয়েশিয়ায় আদাম পাচারের জন্য লোকজন জড়ো করার সময় তাকে আটক করা হয়।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার ছোট মহেশখালী মুদির ছড়া নদীর ঘাট এলাকায় অবৈধ পথে মালয়েশিয়ায় আদাম পাচারের জন্য লোকজন জড়ো করছিলো পাচারকারীরা। খবর পেয়ে দ্রুত পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ মানব পাচারকারী মোহাম্মদ নাছিরকে হাতে নাতে আটক করে। আটকের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১ লাইটার গান ও ৩ রাউন্ড তাজা গুলি।
তিনি আরও জানান, সম্প্রতি পাচারের জন্য মিয়ানমার ফেরত রোহিঙ্গা লোকজনকে মহেশখালীর সোনাদিয়ায় নিয়ে এসেছিল পাচারকারীরা। এ চক্রের অন্যতম সদস্য ছিল নাছির। তার বিরুদ্ধে কক্সবাজার ও মহেশখালীতে মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগী ছিলেন এসআই ইমাম হোসেন ও এএসআই জুয়েল দে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন