স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক আলোচিত সব হত্যার ঘটনায় অপরাধীদের শনাক্ত করার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। গতকাল রাজধানীর একটি হোটেলে ফৌজদারি বিচারবিষয়ক এক সেমিনার শেষে ড. মিজানুর রহমান সাংবাদিকদের কাছে এই সংশয় প্রকাশ করেন।
ড. মিজানুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, ‘বারংবার তারা যেভাবে কথা বলেছেন যে তাঁরা অতি কাছে চলে গেছেন, প্রমাণ তাঁরা হাতে পেয়েছেন। খুব শিগগির অপরাধীকে শনাক্ত করে ধরে আনা সম্ভব হবে। এই আশ্বাস বাণীগুলো কিন্তু আমাদের বারংবার শুনিয়েছে। এই আশ্বাস বাণীগুলো বাণীতেই রয়ে গেছে তার যে একটা বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা আমরা কিন্তু লক্ষ্য করিনি। এতে করে কিন্তু আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হচ্ছে যে আসলেই তাদের কথা এবং কাজে কোনো মিল রয়েছে কি না। নাকি এগুলো নিতান্তই মানুষকে বুঝ দেওয়ার জন্য কিছু কথা বলা হচ্ছে কি না।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন