শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

প্রশাসনে যুগ্মসচিব পদে ৭৩ জন ও উপসচিব পদে ৭১ কর্মকর্তা পদোন্নতি পেলেন

প্রকাশের সময় : ১৬ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্রশাসনে যুগ্মসচিব পদে ৭৩ জন ও উপসচিব পদে ৭১ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন। এই দুই পদে ১৪৪ জনকে যুগ্মসচিব ও উপসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গতকাল রোববার বেলা সোয়া ১২টার দিকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ৭১ জন। এর মধ্যে ৬২ জনের নামে আজ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৯ জন লিয়েন ও প্রেষণে থাকায় পরে প্রজ্ঞাপন জারি হবে। আর যুগ্মসচিব পদে পদান্নতি পেয়েছেন ৭৩ জন। এদের মধ্যে ৭০ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি তিনজন প্রেষণে রয়েছেন, তাদের প্রজ্ঞাপন পরে জারি হবে।
এর আগে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এ-সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপ অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাপ্তাহিক ছুটি হওয়ার কারণে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়নি। গতকাল রোববার সকালে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ, গত বৃহস্পতিবার প্রশাসনের ৮৬ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, উপসচিব থেকে যুগ্মসচিব পদোন্নতি পেয়েছেন প্রশাসন ক্যাডারের ‘৮২ বিশেষ ব্যাচের ১ জন কর্মকর্তা, ‘৮৪ ব্যাচের ৪ জন, ‘৮৫ ব্যাচের ১৪ জন, ‘৮৬ ব্যাচের ৮ জন, ‘৯০ (নবম) ব্যাচের ৯ জন, ‘৯২ (দশম) ব্যাচের ১৩ জন। বাকীরা অন্যান্য ক্যাডারের।
অন্যদিকে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের ২ জন, দশম ব্যাচের ২ জন, ১৩তম ব্যাচের ৩ জন, ১৫তম ব্যাচের ৪ জন, ১৭তম ব্যাচের ২ জন, ১৮তম ব্যাচের ৪ জন এবং ২০তম ব্যাচের ৩১ জন কর্মকর্তা। বাকীরা অন্যান্য ক্যাডারের কর্মকর্তা।
উপসচিব পদে এবারও পদোন্নতি বঞ্চিত হয়েছেন ১৬২ জন কর্মকর্তা। আর যুগ্মসচিব পদে বঞ্চিত হয়েছেন ২৪১ কর্মকর্তা। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) সুবীর কিশোর চৌধুরী জানান, বিভিন্ন কারণে অনেকেই বাদ পড়েছেন। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি পদোন্নতি দেয়ার। আর্থিক অনিয়মের অভিযোগ, বিভাগীয় মামলা, এসিআর-এ পর্যাপ্ত নম্বর না থাকার কারণে বাদ পড়েছেন অনেকে। এক প্রশ্নোত্তরে তিনি বলেন, রাজনৈতিক কারণে কাউকে বাদ দেওয়া হয়নি।
যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেনÑমো. ওয়ালিউর রহমান (১১২৬), মো. জাফর সিদ্দিক (২১২০), মো. নুরুল করিম মজুমদার (৩৩৭২), মো. হাফিজ উদ্দিন (৩৪৩৪), মো. শামসুল আলম (৩৫৫০), মো. আমিনুল ইসলাম (৪৫০৫), নিতাই পদ দাস (৪৫৩৮), মো. দেলোয়ার হোসেন (৪৫৫৬), মো. আবু তালেব (৪৫৭৭), মো. শাহনেওয়াজ চৌধুরী (৪৫৯০), মো. আওলাদ হোসেন খান (৪৭১৮), রিজওয়ান খায়ের (৪৮৬৬), বেগম নাসিমা মহসিন (৪৮৯২), মো. শাহ আলম মৃধা (৪৯১৬), খলিলুর রহমান কাগজী (৪৯২১), মো. শাহজাহান মিয়া (৪৯৩৪), বেগম নাসরীন আখতার চৌধুরী (৪৯৬৯), বেনজামিন হেমব্রম (৫০০৭), শেখ আতাহার হোসেন (৫০৩৪), মো. আবদুল জলিল (৫২৮০), শ্যাম কিশোর রায় (৫৩১৪), মো. শফিকুল ইসলাম (৫৩৪০), মো. আমিনুল ইসলাম (৫৩৫১), মো. আবদুল জলিল (৫৩৫২), মো. মকবুল হোসেন (৫৩৭৪), মো. ফয়জুর রহমান ফারুকী (৫৩৫৮), লুৎফুন নাহার বেগম (৫৪০৫), মো. রফিকুল ইসলাম (৪১২৬), মো. কামাল হোসেন (৪১২৭), অনল চন্দ্র দাস (৫৪৩৫), মো. মহসীন (৪১৪১), মো. মাহবুবুল ইসলাম (৪১৪৯), সারওয়ার মাহমুদ (৪১৫৭), মো. ইউসুফ আলী (৫৪৫০), কে এম তরিকুল ইসলাম (৪১৬৪), মো. হাসানুল ইসলাম, বেগম সালমা মমতাজ (৫৪৯৬), মো. দেলওয়ার হায়দার(৫৪৯৭), মো. দেলোয়ার হোসেন (৪২৩৩), মো. রেজাউল করিম (৪২৩৬), মো. হারুন-অর-রশিদ মোল্লা (৫৫০৪), মোহাম্মদ নুরুল আমিন নিজামী (৫৫০৫), মনিন্দ্র কিশোর মজুমদার (৫৫১২), মো. মকবুল হোসেন (৫৫১৪), অশোক কুমার দেবনাথ (৫৫৩১), সুবোল বোস মনি (৫৫৩২), মো. মাসুদ করিম (৫৫৫৯), মো. আবুবকর সিদ্দিক (৫৫৮৮), মো. মুহিবুর রহমান (৫৬২২), ড. মো. রুহুল আমিন (৭৫৭১), মো. হেমায়েত উদ্দিন (৭৫৭২), ড. মো. আলফাজ হোসেন (৭৪৭৮), ড. নুরুল আলম খান (৭৪১৪), মো. ফারুক আহমেদ (৭৫৩৪), ড. অনিমা রাণী নাথ (৭৫৩৫), মো. মনিরুজ্জামান (৭৫৯২), কাজী মনোয়ার হোসেন (৭৫২৬), মো. রুহুল আমিন তালুকদার (৭৫৯৭), মো. বদরুল আলম ভূইয়া (৭৫৯৮), মুহাম্মদ আজম (৭৫৩৮), মহেষ চন্দ্র রায় (৭৬১২), সোহরাব হোসেন (৭৬১৫), বেগম লায়লা আরজুমান্দ বানু (৭৫৪৭), মো. গোলাম মোস্তফা (৭৫৫৩), মো. মোশাররফ হোসেন মোল্লা (৭৪৪৪), সুকুমার চন্ত্র কু- (৭৪৭৩), আবদুল্লাহ হারুন পাশা (৭৫৬০), এ এইচ এম আহসান (৭৬৩৮), ইকবাল মাহমুদ (৭৫৬৪) ও এস এম নুরুল আলম (৭৪২৫)।
উপসচিব পদে পদোন্নদিপ্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেনÑমোহাম্মদ হুমায়ুন কবীর (৪৬৬১), বেগম নাসিমা বানু (৫০১৮), গাজী উদ্দিন মোহাম্মদ মুনীর (৪২৩১), মো. আব্বাস উদ্দিন (৫৫৫০), মো. মাহমুদ হাসান (৫৯১৮), মো. মনজুরুর রহমান (৬০৬৯), মো. হামিদুর রহমান (৬০৯৬), মো. খালেদ রহিম (৬২৬৫), সৈয়দ মো. নুরুল বাসির (৬৩১৯), মো. শওকত রশীদ চৌধুরী (৬৩৩৮), শেখাবুর রহমান (৬৩৪৩), কাজী আনোয়ার হোসেন (৬৩৯৮), মো. দাউদ মিয়া (৬৪৩৫), মো. শাহ আলম (৬৪৮৪), মো. রফিকুল আলম (৬৫০০), বেগম সুরাইয়া আখতার জাহান (৬৫০৭), মো. সেলিম খান ৬৫৫১), মো. ফিরোজ আহমেদ (৬৬৫৫), মো. আমিনুল ইসলাম (৬৬৫৮), এস এম রেজাউল করিম (৬৬৬০), ড. চৌধুরূ জিয়াউদ্দিন হায়াত (৬৬৬৮), মো. মশিউর রহমান (৬৬৭২), বাবর আলী মীর (৬৬৮০), মুহাম্মদ মনজুরুল হক (৬৬৮৮), খোরশেদ আলম (৬৭১২), মোহাম্মদ বদরুল হক (৬৭১৪), দীপংকর বিশ্বাস (৬৭১৭), কাজী মো. সাইফুল ইসলাম (৬৭২০), বেগম শামীম সুলতানা (৬৭২৪), আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর (৬৭৪৩) মো. নজরুল ইসলাম (৬৭৪৮), আবু নঈম (৬৭৪৯), অঞ্জন চন্দ্র পাল (৬৭৭৮), বেগম নাসিমা আক্তার (৬৭৮১), মুহাম্মদ গোলামুর রহমান (৬৮০৪), মোসাঃ ফেরদৌসী বেগম (৬৮০৫), বেগম নুরুন্নাহার (৬৮০৭), মির্জা আলী আশরাফ (৬৮১২), বেগম রোকসানা তারান্নুম (৬৮২২), বেগম ওয়াহিদা মুসাররত অনীতা (৬৮৩২), মো. আখতার হোসেন আজাদ (৬৮৪৮), এসএম মাসুদুল হক (৬৮৫৯), হাসান মাহমুদ (৬৮৮৭), সত্যকাম সেন (৬৮৬৬), ড. অনুপম সাহা (৬৮৯০), এ এস এম সফিউল আজম (৬৮৯৭), বেগম শাহীনুর শাহীন খান (৬৯০২), মোহাম্মদ মনিরুল ইসলাম (৬৯২৬), এস এম নাজিমুল ইসলাম (আনসার) ক্যাডার, মো. শাহ আলম (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার, মো. মায়সুর মাহমুদ চৌধুরী (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার, মো. আনোয়ার হোসেন (খাদ্য) ক্যাডার, মো. আবুল বাসার সিদ্দিক আকন (শিক্ষা) ক্যাডার, ড. শ্রীকান্ত কুমার চন্দ (শিক্ষা) ক্যাডার, ফেরদৌসী বেগম (তথ্য সাধারণ) ক্যাডার, কাজী মোশতাক জহির (তথ্য সাধারণ) ক্যাডার, মো. আঃ কুদ্দুস দেওয়ান (বেতার) ক্যাডার, ডা. সমর কুমর ঘোষ (প্রাণিসম্পদ) ক্যাডার, মো. শরাফত জামান (প্রাণিসম্পদ) ক্যাডার, মো. আরিফুল হক (ডাক) ক্যাডার, মো. মাসুদ আলম (পরিসংখ্যান) ক্যাডার, মো. আইয়ুব আলী (টেলিযোগাযোগ) ক্যাডার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন