মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চাঞ্চল্যকর খুনের ঘটনাগুলো যুদ্ধাপরাধের বিচারের সঙ্গে সম্পর্কিত-ডিআইজি ঢাকা রেঞ্জ

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : যুদ্ধাপরাধের বিচারের সাথে টাঙ্গাইলের দরজি খুনসহ সাম্প্রতিক চাঞ্চল্যকর কিছু খুনের সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ পুলিশের কার্যালয়ে ‘মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা’ শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের মাহফুজুল হক নুরুজ্জামান আরো বলেন, যখনই যুদ্ধাপরাধীদের বিচার হয়, তার আশপাশের সময়ে খুনের ঘটনাগুলো, যেমনÑটাঙ্গাইলের দরজি খুন, ঢাকার দুই খুনের ঘটনা ঘটে। দেশে কোনো ঘটনা ঘটলেই ‘আইএস’ ব্র্যান্ড ব্যবহার করা হচ্ছে। এটা স্পষ্ট, দেশবিরোধীদের ষড়যন্ত্র এটা।
তিনি বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার পরপরই কিছু মহল আইএসের নাম ব্যবহার করে দায় স্বীকার করে। তবে আমরা তদন্ত করে দেখেছি, ওইসব ঘটনায় আইএসের কোনো অস্তিত্ব¡ নেই। যখন কোনো যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের সময় আসে, তখনই এ ধরনের অপতৎপরতা দেখা দেয়।
তিনি আরো বলেন, যারা দেশবিরোধী, দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, তারাই মূলত জঙ্গিবাদে জড়াচ্ছে। এদের সঙ্গে জামায়াতের সম্পর্ক রয়েছে। ঢাকা জেলায় দুটি খুনের তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। যেসব জঙ্গি এখন ধরা পড়ছে, জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই জানিয়েছে, কোনো না কোনো সময় তারা জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, যোগ করেন তিনি।
নুরুজ্জামান আরও বলেন, আমি দেশবাসীকে বলব, আপনারা কেউ নিরাপত্তাহীনতায় ভুগবেন না। পুলিশ এখন অনেক শক্তিশালী। অপরাধীদের দমনে সক্ষমতা বেড়েছে। ঢাকা রেঞ্জে ছিনতাই তুলনামূলক হারে কমেছে, ডাকাতি কমেছে, ধর্ষণ কমেছে, আগের তুলনায় খুন কমেছে। তবে মাদক ও অস্ত্র উদ্ধার বেড়েছে। ঢাকা জেলায় মামলাও তুলনামূলকভাবে কমেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন